ঘরেই তৈরি করুন কফি স্ক্রাব
প্রকাশিত : ১৫:৪৩, ৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪৫, ৯ নভেম্বর ২০২১
সকালের ঝিম ঝিম ভাব কিংবা অফিসে কাজের মাঝে ক্লান্তি দূর করতে কফির জুড়ি মেলা ভার। এক কাপ ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিলে মন এমনিতেই ভাল হয়ে যায়। সেইসঙ্গে নিমেষেই উধাও হয় ক্লান্তি। তবে কফি কেবল শারীরিক ক্লান্তি দূর করে না, এটি আমাদের ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে। বর্তমানে কফির বেশ কিছু স্ক্রাবও পাওয়া যাচ্ছে বাজারে। তবে সেইসব প্রোডাক্ট না কিনে ঘরোয়া উপায়ে নিজেও বানিয়ে ফেলতে পারেন।
১) কফি ও অলিভ অয়েলের স্ক্রাব:
কফি ত্বককে টাইট করে এবং এক্সফোলিয়েশনে সাহায্য করে। অলিভ অয়েল ত্বককে পুষ্ট ও ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। এই স্ক্রাবটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক ভাল রাখে এবং উজ্জ্বল করে তোলে। একটি বাটিতে দুই টেবিল চামচ কফি, এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভাল করে। গোসলের সময় এই মিশ্রণ দিয়ে আপনার মুখ এবং শরীরে স্ক্রাব করুন। বাকিটা একটি কাঁচের জারে সংরক্ষণ করুন, তবে এক মাসের সংরক্ষণ করা যাবে না এই স্ক্রাব।
২) কফি, দই ও নারকেল তেলের স্ক্রাব:
কফি ডেড স্কিন সেল অপসারণ করে, দই ও নারকেল তেল ত্বককে পুষ্ট এবং ময়শ্চারাইজ করে। এই স্ক্রাবটি ত্বককে নরম ও মসৃণ করে তোলে। দুই টেবিল চামচ কফি, আধা কাপ দই, এক টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন, সঙ্গে মিশিয়ে দিন হাফ লেবুর রস। এটি মুখ এবং বডি স্ক্রাব করার জন্য ব্যবহার করুন। ১৫ মিনিট রেখে গোসল করে নিন।
৩) কফি ও দারুচিনির স্ক্রাব:
এই স্ক্রাবের উপাদানগুলি ডেড স্কিন সেল এক্সফোলিয়েট করে এবং ত্বককে ভাল রাখে। কফি ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং দারুচিনিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার ফলে ত্বকে ইনফেকশন ছড়াতে দেয় না এবং জ্বালাভাব দূরে রাখে। হাফ কাপ কফি, সামান্য নারিকেল তেল, হাফ কাপ চিনি, এক চা চামচ দারুচিনির গুঁড়ো নিয়ে মিশ্রিত করুন। একটা এয়ার টাইট জারে এই স্ক্রাবটি স্টোর করে রাখুন। স্নানের সময় পুরো শরীরে প্রয়োগ করুন। ১০-১৫ মিনিটের বেশি স্ক্রাব করবেন না।
৪) কফি ও অ্যালভেরা জেল স্ক্রাব:
অ্যালোভেরা অত্যন্ত প্রশান্তিদায়ক। এটি ত্বককে হাইড্রেট করে। এই স্ক্রাব দিয়ে ভালভাবে ম্যাসাজ করলে কোষগুলিকে উদ্দীপিত করে এবং ত্বক উজ্জ্বল করে তোলে। ১/৪ কাপ কফি, তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে মেশান। এবার এই স্ক্রাবটি মুখ ও বডিতে প্রয়োগ করে ১০ মিনিট ম্যাসাজ করুন। আরও ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫) কফি ও ব্রাউন সুগার স্ক্রাব:
আমন্ড অয়েল কালো স্পট দূর করতে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। এই স্ক্রাবটি ত্বককে ফ্রেশ রাখে। এক টেবিল চামচ কফি, এক টেবিল ব্রাউন সুগার, এক টেবিল চামচ আমন্ড অয়েল নিন। প্রথমে কফি ও ব্রাউন সুগার মিশিয়ে তারপর তেল ঢেলে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে মুখ ও গলায় লাগিয়ে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। ১০ মিনিটের বেশি স্ক্রাব করবেন না। তারপর ধুয়ে নিন ভালভাবে।
সূত্র: বোল্ডস্কাই
এসবি/